বিসমিল্লাহির রাহমানির রাহিম
ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও উদ্দেশ্য
প্রতিষ্ঠাকাল:
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন একটি অরাজনৈতিক সেবামমূলক প্রতিষ্ঠান এর জন্য তাঁর শ্রদ্ধেয় পিতা-মাতার নামে ২৭ রমজান, ১৪২৪ হিজরি, ০৫ অগ্রহায়ণ ১৪১০ বঙ্গাব্দ, ২২ নভেম্বর ২০০৩ খ্রি. শনিবার প্রতিষ্ঠা করেন “এম.এ. হাসেম-ইয়াতুননেছা ফাউন্ডেশন”। এ ফাউন্ডেশনের মাধ্যমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বেসরকারিভাবে পরিচালনা করে যাচ্ছেন। ফাউন্ডেশনের কার্যপরিধি সমগ্র নারায়ণগঞ্জ জেলা ব্যাপী বিস্তৃত।
লক্ষ্য ও উদ্দেশ্য:
১। সিদ্ধিরগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী, মানসম্পন্ন এবং স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।
২। শিক্ষার্থীদের মধ্যে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস, অবিচল আস্থা এবং স্বচ্ছ আকীদা সৃষ্টির মাধ্যমে নিষ্কলুষ চরিত্র গঠনের প্রেরণা দান করে ইহকাল এবং পরকালের কল্যাণের শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির নিঃস্বার্থ সেবায় আত্মনিয়োগকারী হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে মহান আল্লাহ্পাকের সন্তুষ্টি অর্জন করা।
৩। উন্নত গবেষণামূলক ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে “গিয়াসউদ্দিন ইসলামিক বিশ্ববিদ্যালয়” এবং দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক তৈরির মাধ্যমে আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে “গিয়াসউদ্দিন ইসলামিক মেডিকেল কলেজ ও হাসপাতাল” প্রতিষ্ঠা করা।
এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড
এম.এ. হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন
সরাসরি পরিচালিত বিদ্যালয়সমূহ:
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল, হিরাঝিল
EIIN 131337, Code : 2616
চিটাগাংরোড (দক্ষিণ), হিরাঝিল, সড়ক নম্বর # ২, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৩০৯-১৩১৩৩৭, ০১৮১৮-১১৫৬০৩
Web: gims.edu.bd, E-mail: gims.edu.bd@gmail.com
বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুল, হিরাঝিল
EMIS Code : 311010149
চিটাগাংরোড (দক্ষিণ), হিরাঝিল, সড়ক নম্বর # ২, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ।
মোবাইল: ০১৭৬৮-২২5122, E-mail: bmgigs2020@gmail.com
বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল, সিদ্ধিরগঞ্জ
EMIS Code: 311010506
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ । মোবাইল: ০১৯৬৫৯৮৯৫০৫, E-mail: bmgims2015@gmail.com
বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল, মিজমিজি
EMIS Code : 311010147
মৌচাক মদিনা মসজিদ রোড, মিজমিজি কান্দাপাড়া, ওয়ার্ড নং-০২, থানা: সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। মোবাইল: ০১৪০৫-৯৭৯৫০১, ০১৫৭৬-424150 E-mail: fgics2020@gmail.com Website: www.bmgics.com
দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল
School Code : 463621, EMIS Code : 00311011649
দেলপাড়া, ৪নং ওয়ার্ড, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৭৭১-৮৮৫৫২৫, ০১৭৭২-৬৬৬৭৩৮ E-mail: dbmgims2022@gmail.com
স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য:
১। মহান আল্লাহ্পাক আমাদের যে শিক্ষা লাভ করার এবং তা অন্যান্যদের মাঝে বিস্তার করার সামর্থ্য দান করেছেন তা যথাযথভাবে কাজে লাগিয়ে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।
২। সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং এর পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীদের একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দেওয়া।
৩। ছাত্রছাত্রীদের মধ্যে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস, অবিচল আস্থা এবং স্বচ্ছ আকীদা সৃষ্টির মাধ্যমে নিষ্কলুষ চরিত্র গঠনের প্রেরণা দান করে ইহকাল এবং পরকালের কল্যাণের শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির নিঃস্বার্থ সেবায় আত্মনিয়োগকারী হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে মহান আল্লাহ্পাকের সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।